এশিয়া কাপ হবে কি হবে না তা এখন ও বলা যাচ্ছে না - Ever Fact

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, June 10, 2020

এশিয়া কাপ হবে কি হবে না তা এখন ও বলা যাচ্ছে না



এশিয়া কাপ এটি এশিয়ার মধ্যে সবচেয়ে বড় একটি ক্রিকেট আসর। এই টুর্নামন্ট নিয়ে এশিয়ার সব দর্শকদের মনে অন্য রকম এক ভালবাসা কাজ করে। এই বছর এশিয়া কাপ কবে হবে টা নিয়ে অনেক দুটানার মধ্যে আছে সবাই। এই করোনা ভাইরাস এর কারনে সারা বিশ্বে সব কিছু থমকে আছে। তাই সব ধরনের ক্রিকেট ও বন্ধ হয়ে আছে। তাই সব ক্রিকেপ্রেমীদের মনে একটাই প্রশ্ন কবে ২২ গজের ভিতরে তাদের প্রিয় দল ও ক্রিকেটারদের দেখতে পারবে এই আশা নিয়ে বসে আছে। আবার বাংলাদেশ ও শ্রীলঙ্কার সিরিজ নিয়ে ও বিপাকে আছে বিসিবি, অনেক সিনিয়র প্লেয়ার ও ইতিমধ্যে না করে দিয়েছে। তাই বলা যাচ্ছে না কি হয় না হয়। এশিয়া কাপ কবে হবে তা নিয়ে এখনো কোন চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসি’র অনলাইন সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। আগামী সেপ্টেম্বরে পাকিস্তানে এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হবার কথা ছিলো। কিন্তু ভারত পাকিস্তানে গিয়ে এই টুর্নামেন্টে খেলবে কি না তা নিয়ে ছিলো শংকা। তাই নিরপেক্ষ ভেন্যুতে এবারের এশিয়া কাপ হবার জোড় সম্ভাবনা দেখা দেয়। কিন্তু করোনা মহামারীতে নির্দিষ্ট সময়ে এই টুর্নামেন্ট হবে কিনা তা নিয়েও শুরু হয়েছে শংকা। সভায় আগামী জুলাইতে টাইগারদের শ্রীলঙ্কা সফর নিয়েও আলোচনা হয়েছে। তবে এ বিষয়েও কোন চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।

No comments:

Post a Comment

Post Bottom Ad